প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক: রাশিয়ার ভূমিকা (১৯৭১-৮১)
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
DOI:
ISSN:
সারসংক্ষেপ
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের এক দশক (১৯৭১-৮১) রাশিয়া 'আদর্শ নয় বরং জাতীয় স্বার্থের' দ্বারা পরিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। উপমহাদেশের তিনটি দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের দ্বারা ভারত মহাসাগরে তার প্রভাব বলয় নিশ্চিত করাই ছিল রুশ নীতির প্রধান লক্ষ্য। বর্তমান প্রবন্ধে তিনটি দিক আলোচনায় আনার চেষ্টা করা হয়েছে। প্রথমত, মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা, দ্বিতীয়ত, স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারের আমলে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে রুশ নীতি আলোচনা করা হহয়েছে। তীয়ত দুদেশের সম্পর্কের ক্ষেত্রে (১৯৭৫-৮১) সাল পর্যন্ত রাশিয়ার ভূমিকা মূল্যায়ন করা হবে। তত্ত্ব-কাঠামো অংশে যে কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে দুটি তত্ত্ব-ক. আদর্শ অ ও খ.. জাতীয় স্বার্থ আলোচনা করে দেখানো হয়েছে আদর্শ কোনভাবেই উপর্যুক্ত সময়ে রুশ নীতিতে প্রাধান্য পায়নি বরং জাতীয় স্বার্থই বেশি ক্রিয়াশীল ছিল। সে কারণে মুক্তিযুদ্ধ রুশ বিবেচনায় প্রাধান্য পেয়েছে কম। রাশিয়া মুক্তিযুদ্ধকে কখনো খোলাখুলি সমর্থন করেনি বা খোলাখুলিভাবে পাকিস্তানের বিরোধিতাও করেনি। ১৯৭১ সালে আগস্ট মাসে রুশ-ভারত মৈত্রী চুক্তির পরও ডিসেম্বরে পাক-ভারত যুদ্ধের আগে পর্যন্ত রুশ নীতি পাকিস্তান কাঠামোতে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী ছিল। বরং রুশ নীতিতে ভারত কেন্দ্রিক প্রবণতা বেশি কার্যকর