প্রবন্ধাবলি, খণ্ড: ৬ আগষ্ট ২০১০
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাটকেক্যাথারসিস তত্ত্বের মনোদর্শন
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৬ আগষ্ট ২০১০
DOI:
ISSN:
সারসংক্ষেপ
নাটক মঞ্চে উপস্থাপনযোগ্য এক ধরনের বিনোদনমূলক শিল্প। নাট্যকার কর্তৃক রচিত কল্পনাশ্রীয় নাটক দর্শকদের মানসিকতায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এরকম বিভিন্ন প্রভাবের মধ্যে অন্যতম একটি "ক্যাথারসিস”। গ্রিক ভাষার শব্দ ক্যাথারসিস মূলত মানসিক বা শারীরিক নিঃসরণমূলক অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে নাটক উপভোগের সময় দর্শকদের মনস্তাত্ত্বিক পরিমন্ডল থেকে কিছু উপাদান নিঃসরণ হওয়াকে বুঝান হয়েছে। এরূপ মানসিক নিঃসরনের ফলে দর্শকদের মানসিক ভারসাম্য রক্ষা হয়। এই মানসিক ক্যাথারসিস কেবলমাত্র দর্শকদের নাটক উপভোগকালীন সময়ই ঘটে তাই নয়, বরং নাট্যকার যখন নাটক রচনা করেন তখন তার মানসিকতায়ও এরূপ ক্যাথারসিস ঘটতে পারে। যার প্রতিফলন তার রচিত নাটকের বিষয়বস্তুতে ঘটে থাকে। এভাবে ক্যাথারসিস প্রক্রিয়াটি নাট্যকার থেকে দর্শক এবং আবার দর্শক থেকে নাট্যকারের মানসিক পরিমন্ডলে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। ফলে কতগুলো মনো-সামাজিক উপাদান বিভিন্ন মুখোশে নানা সময়ে ব্যক্তি ও সামাজিক পরিমন্ডলে প্রভাব বিস্তার করে। এ প্রক্রিয়াটি সামাজিক মূল্যবোধ গঠন ও পরিবর্তনের সাথে 1