Submission Guideline

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, এর নিয়মিত গবেষণা সাময়িকী “Perspectives in Social Science” ও “প্রবন্ধাবলি” জমা দেয়ার নিয়মাবলী:-

  • প্রবন্ধ জমা দেয়ার সময় অবশ্যই প্রবন্ধের লেখকগণ কর্তৃক স্বাক্ষরকৃত একটি আবেদন পত্র প্রবন্ধের সাথে কেন্দ্রে জমা দিতে হবে।
  • প্রবন্ধের ১ম পাতায় প্রবন্ধের শিরোনামের নিচে লেখকদের নাম ও ফুট নোটে পূর্ণ পরিচয় অবশ্যই লিখতে হবে।
  • প্রবন্ধের প্রতি পৃষ্ঠার নিচের অংশে পেজ নম্বর অবশ্যই দিতে হবে।
  • তিন হাজার থেকে ছয় হাজার (৩,০০০- ৬,০০০) শব্দের মধ্যে লিখিত প্রবন্ধ
  • দুইশত পঞ্চাশ (২৫০) শব্দের মধ্যে লিখিত সারসংক্ষেপ
  • বাংলা প্রবন্ধের ক্ষেত্রে বাংলায় লিখিত সারসংক্ষেপের সাথে ইংরেজিতে লিখিত একটি সারসংক্ষেপ ও শিরোনাম জমা দিতে হবে।
  • বাংলা প্রবন্ধের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রণিত সর্বশেষ বানান রীতি অনুসরণ করতে হবে।
  • ইংরেজি প্রবন্ধের জন্য- APA reference style preferred 7th edition, Time New Roman 12 font
  • বাংলা প্রবন্ধের জন্য-APA reference style preferred7th edition, SutonnyMJ 14 font
  • Originality Report- similarity index check result- below 20%.
  • প্রবন্ধের ১ টি সফট কপি (MS word file format) carss@du.ac.bd - এ ইমেইল করে জমা দিতে হবে।