প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রনাথের অর্থনীতি-চিন্তা
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
DOI:
ISSN:
সারসংক্ষেপ
বাঙলা ও বাঙালীর জীবনে যে মানষে এককভাবে সবচেয়ে বেশী প্রভাব ফেলেছেন, তিনি রবীন্দ্রনাথ। আমাদের জীবনে ও সমাজের এমন কোন দিক নেই যা তাঁর চিন্তা-চেতনা, রচনা বা বক্তৃতার স্থান পায়নি । এক কথায় বলা চলে, বাঙলা ও বাঙালীর জীবনে রবীন্দ্রনাথ প্রভাব সর্বগ্রাসী। তবে এ প্রভাব শধুমাত্র রবীন্দ্রনাথের সর্ব তোমার্থী প্রতি- ভার কারণেই শধে, নর, এর অন্যতম কারণ এ দেশ, মাটি, সমাজ, মানুষ ও জীবনের প্রতি তাঁর অসীম অনরোগ ও মমত্ববোধ।
বাঙলার সমাজ, ধর্ম, শিক্ষা, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে রবীন্দ্র- নাথের প্রচুর প্রত্যক্ষ রচনা আছে, যা প্রমাণ করে যে তিনি শধ মাত্র শদ্ধে নন্দনতাত্ত্বিক কবি ছিলেন না, তিনি ছিলেন সমাজ চেতন, শিক্ষিত, দরদ ষ্টিসম্পন্ন একজন আধুনিক মানুষ। সেই সঙ্গে সঙ্গে এ সব রচনা এ সব বিষয়ে তাঁর গভীর ও বহু চিন্তারও পরিচয় বহন করে। এ সব বিষয়ে তাঁর গভীর ও বহু চিন্তারও পরিচয় বহন করে। এ সব বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা-চেতনার সঙ্গে আমরা পরিচিত হয়েছি বিভিন্ন রবীন্দ্র-বিশেষজ্ঞের রচনার কল্যাণে।
সমাজ-জীবনের সে গরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে রবীন্দ্রনাথকে অপেক্ষাকৃত নীরব বলে আপাতঃদৃষ্টিতে মনে হয়, সেটি হচ্ছে অর্থ- নীতি। এ মনে হওয়ার পেছনে দু'টো কারণ অত্যন্ত জোরালো - প্রথমত : সমাজ, শিক্ষা, ধর্ম ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথের যে রকমের একাধিক জনপ্রিয় প্রত্যক্ষ রচনা রয়েছে, অর্থনীতি বিষয়ে শ্রীনিকেতন বা পল্লী- সমাজ বিষয় ব্যতীত রবীন্দ্রনাথের সে অর্থে তেমন বহুল প্রচারিত কোন প্রত্যক্ষ রচনা নেই এবং দ্বিতীয়ত : অর্থনীতি বিষয়ে রবীন্দ্রনাথের