Cover (1)

প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

নিরস্ত্রীকরণের অর্থনীতি : নিরস্ত্রীকরণ ও উন্নয়ন

  • সেলিম জাহান
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
DOI:
ISSN:

  • Page No : 28-43

সারসংক্ষেপ

'নিরস্ত্রীকরণ' বিষয়টির নানান আঙ্গিক আছে— এর একটি রাজ- নৈতিক দিক আছে, এর একটি আর্থিক বা অর্থনৈতিক প্রেক্ষিত বিদ্যমান এবং এর সমাজ-বিষয়ক প্রভাবগুলোও ভেবে দেখার মত । তবে সে সঙ্গে এ কথাটিও সত্য যে নিরস্ত্রীকরণ ব্যাপারটিকে আমরা রাজনৈতিক একটি বিষয় হিসেবে দেখতেই অভ্যস্ত। সুতরাং স্বাভাবিকভাবেই এর রাজ- নৈতিক প্রেক্ষিতটিই বেশী আলোচিত, সমালোচিত ও বিতর্কিত হয়। কিন্তু যে কথাটি সবসময়ে মনে রাখা প্রয়োজন । তা হচ্ছে নিরস্ত্রী- করণের অর্থনৈতিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র প্রতিযোগিতা মানেই হচ্ছে বিপন্ন সম্পদের অপচয়, যে সম্পদকে উৎপাদনমূলক কাজে লাগালে একটি এ পুরো বিশ্বের চেহারাটাই বদলে যেতে পারে। সারা বিশ্বের বেশীর ভাগ মানুষ যেখানে অনাহার আর দারিদ্র্যের শিকার, সেখানে সহস্র কোটি টাকার সম্পদ বায়িত হচ্ছে অস্ত্রের ভাঙার গড়ে তুলতে, যে ভাঙার মানব জাতির কোন উপকারে আসবে না। সুতরাং নিরস্ত্রীকরণ এ বিপুল আর্থিক ও মানব সম্পদের অবমুক্তির মাধ্যমে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়ন ও মুক্তি নিশ্চিত করতে পারে।
বর্তমান প্রবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যকার সম্পর্কটি নির্ণয় করা। এ মুখ্য লক্ষ্যকে সামনে রেখে বর্তমান প্রবন্ধটির বিন্যাস নিম্নোক্ত উপায়ে করা হয়েছে। প্রবন্ধের দ্বিতীয় অংশে একটি প্রেক্ষাপটমূলক আলোচনা হিসেবে বর্তমান সময়ে সারা বিশ্বে যে অস্ত্রভাণ্ডার গড়ে উঠেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়ার চেষ্টা করা হবে । এর অনুগামী অংশে বিশ্বের যে

মূল শব্দ:


Leave a Comment