প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯

প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

জাভায় কালচার সিস্টেমঃ ডাচ সরকারের বাণিজ্যতান্ত্রিক একচেটিয়াবাদ ও উন্নয়ন কৌশল ।

  • মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯
DOI:
ISSN:

  • Page No : 191-214

সারসংক্ষেপ

হল্যান্ড ইউরোপের একটি ছোট অথচ সাহসী ও উদ্যোমী দেশ। হল্যান্ডের ডাচ জাতি ছিল রেনেসাঁস উজ্জিবীত এবং অপূর্ব নৌ-শক্তির অধিকারী। সতের শতকে ইউরোপের উদীয়মান রাষ্ট্র সমূহের মধ্যে বিশ্বব্যাপী যে বানিজ্যিক ও উপনিবেশিক প্রতিযোগিতা শুরু হয় তাতে অস্থিত্ব রক্ষার্থে ডাচরাও সম্পৃক্ত হয়ে পড়ে এবং অপ্রতিরোধ্য নৌ-শক্তি বলে প্রতিদ্বন্দ্বি পর্তুগীজ ও ব্রিটিশদের পরাভূত করে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে একটি একচেটিয়াবাদী বাণিজ্যতান্ত্রিক উপনিবেশ প্রতিষ্ঠা করে। আঠার শতকের প্রথম দিকে ডাচরা সমগ্র দ্বীপপুঞ্জ অঞ্চলে সর্বশ্রেষ্ঠ নৌ-শক্তিতে পরিণত হয়। কিন্তু তাদের এ অবস্থান বেশী দিন অক্ষুণ্ণ থাকেনি। আঠারো শতকের দ্বিতীয় দশক থেকেই নানা কারণে তাদের অবক্ষয় প্রক্রিয়ার সূচনা হয়। এমতাবস্থায় ডাচরা নিজ স্বার্থে উপনিবেশ দ্বীপপুঞ্জ ভূমি ব্যবস্থাপনা ও কৃষিনীতির প্রতি মনোনিবেশ করে এবং গোটা আঠারো শতক ব্যাপী ভূমিতে নানা নীতি ও পদ্ধতি প্রয়োগের প্রচেষ্টা চালায়। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়ে ঊনিশ শতকের ত্রিশের দশকে এক নতুন কৃষি ব্যবস্থা চালু করে, ইতিহাসে এটি 'Culture system' নামে পরিচিত। বস্তুত এ ব্যবস্থাটি ছিল একটি সামন্ত নির্বর্তন মূলক ব্যবস্থা। নেপোলিয়নীয় যুদ্ধোত্তর কালে বিপর্যস্ত হল্যান্ড সরকার তাদের বাণিজ্যিক একচেটিয়াবাদ অক্ষুন্ন রাখতে এবং সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে উন্নয়ন কৌশল হিসাবে 'Culture system' চালু করে। সরকারের শেষোক্ত উদ্দেশ্যটি সফল হয় বটে, কিন্তু এ ব্যবস্থার শোষন, অনিয়ম অবিচারের কারণে দ্বীপপুঞ্জে যেমন তেমন খোদ হল্যান্ডেও এর বিরুদ্ধে বিক্ষোভ বিদ্রোহ দেখা দেয়। ফলে ব্যবস্থাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। ঊনিশ শতকের শেষদিকে হল্যান্ডের নব্য বুর্জোয়া শ্রেণী তাদের শিল্প পুঁজির বিকাশের স্বার্থে আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রগতি বিরোধী বাণিজ্যতান্ত্রিক একচেটিয়াবাদী 'Culture system' এর পরিসমাপ্তি ঘটায়। মুক্তবাজার নীতির জয়।

মূল শব্দ:


Leave a Comment