প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
উপ-আঞ্চলিকতা ও বাংলাদেশের উন্নয়ন কূটনীতি
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
উপ-আঞ্চলিকতা সহযোগিতা বিষয়ক সাম্প্রতিকতম ধারণা। এর ভিত্তিমুলে রয়েছে উন্নয়নের প্রত্যাশা। তত্ত্বগত দৃষ্টিকোণ থেকে, উপ-আঞ্চলিকতা আঞ্চলিকতার মতোই ইতিবাচক উদ্যোগ বলে বিবেচিত। কিন্তু শান্তি ও সহযোগিতার মতো উন্নয়ন বা প্রবৃদ্ধি প্রায়শ আন্তরাষ্ট্রিক সম্পর্কে প্রতারণা বা ছলনামূলক বলে মনে হয়। কেননা অনেকক্ষেত্রে এসব ধারণা রাজনীতির হীনস্বার্থ চরিতার্থতার অপব্যবহৃত হয়ে থাকে। উপর্যুক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে প্রবন্ধে দক্ষিন এশীয় (উপ-আঞ্চলিক) উন্নয়ন চতুর্ভূজসহ বাংলাদেশের উন্নয়ন কূটনীতির পটভূমি, প্রক্রিয়া ও সাংগঠনিক অভিব্যক্তি পর্যালোচনা করা হয়েছে। ধারণাগত দৃষ্টিকোন বিবেচনা করে প্রবন্ধকার উপ-আঞ্চলিকতাকে বাংলাদেশের উন্নয়ন কূটনীতির ইতিবাচক দিক বলে মনে করেন, কেননা এ ধারণা ১৯৭০ এর শেষপাদ থেকে আঞ্চলিক পর্যায়ে সূচনাকৃত সহযোগিতার ধারা অব্যাহত রাখা বা প্রসার করার অংশ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু বাংলাদেশের উপ-আঞ্চলিকতা ও উন্নয়ন কূটনীতির সাম্প্রতিককালীন উদ্যোগ, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া ও সাংগঠনিক অভিব্যক্তিসহ এ সম্পর্কিত বিয়য়াদির সকল পরিপ্রেক্ষিত পর্যালোচনা করে প্রবন্ধকার মনে করেন যে, এসব ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ জাতীয় স্বার্থ সংরক্ষণ বা প্রসারের চেয়ে অধিকতর সমস্যা সৃষ্টি করে চলছে। প্রবন্ধে রাজনৈতিক লেজুড়বৃত্তি ও অতিশয় ভাবাবেগ পরিহার করার ওপর জোর দেয়া হয়, সুপারিশ করা হয় আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমঝোতা সৃষ্টির। বর্তমানে প্রস্তাবিত ও বহুল প্রচারিত বহমাত্রিক খাত ভিত্তিক উপ-আঞ্চলিক 'উন্নয়নের' পরিবর্তে প্রবন্ধকার সুপারিশ করেন এমন জাতীয় ও উপ-আঞ্চলিক পরিবেশ সৃষ্টি যাতে প্রয়োগিক ক্রম উন্নয়ন ধারায় বা একক খাত ভিত্তিক উপ-আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা স্থাপন সম্ভব হয়।