প্রবন্ধাবলি, খণ্ড: ৭ মে ২০১৫

প্রবন্ধাবলি, খণ্ড: ৭ মে ২০১৫

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামীদিনের প্রবীণ জীবন: কতটা সম্ভাবনাময়?

  • ড. মুহাম্মদ হাবিবুর রহমান
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৭ মে ২০১৫
DOI:
ISSN:

  • Page No : 89-102

সারসংক্ষেপ

বর্তমান প্রবন্ধের লক্ষ্য একটাই। আর তা হলো আগামী দিনের প্রবীণ জীবন কতটা সম্ভাবনা বনাময় তা খতিয়ে দেখা। বার্ধক্য তথা প্রবীণ জীবনের কথা ভেবে অনেকেই দমে যান, মুষড়ে পড়েন; নানা মাত্রায় বিষণ্ণতায় ভোগেন। হয়তো কেউ বা হতাশ হন। কেননা, বার্ধক্যে মনো-দৈহিক যে সব পরিবর্তন ঘটে তা মূলত নেতিবাচক। বার্ধক্যে অনেককেই নানা ধরনের দীর্ঘমেয়াদী অসুস্থতার পেয়ে বসে। জীবনে পাওয়া না পাওয়ার খতিয়ান মেলাতে গিয়েও অনেকে হতাশ হন। বার্ধক্য যদিও মৃত্যুর কোন কারণ নয়, তথাপি অধিকাংশ মৃত্যু বার্ধক্যেই ঘটে। তবেমৃত্যুর আগ পর্যন্ত বার্ধক্যের জীবন যেমন হতে পারে ভোগান্তির, তেমনি তা হতে পারে অর্থবহ ও উপভোগ্য। হয়েও থাকে একটি অংশের ক্ষেত্রে। বর্তমান বিশ্বেবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখা যাচ্ছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আর্থ-সামাজিক পরিমণ্ডলে যে সব পরিবর্তন দেখা যাচ্ছে তাও বেশ তাৎপর্যপূর্ণ এবং সুদূরপ্রসারী। চিকিৎসাবিজ্ঞান ও সামাজিক পরিমণ্ডলে এই যেঅর্জন ও পরিবর্তন তা মানবজীবনকে নানাভাবে বিভিন্ন মাত্রায় প্রভাবিত করছে। বিভিন্ন ক্ষেত্রের সাফল্য ও পরিবর্তনগুলো প্রবীণ জীবনকেও উল্লেখযোগ্যভাবে স্পর্শ করছে। প্রশ্ন জাগে - এসব অর্জন ও পরিবর্তন প্রবীণ জীবনকে কী ভাবে কতটা প্রভাবিত করছে বা করতে যাচ্ছে? প্রবন্ধে দেখানো হয়েছে কী ভাবে এবং কেন ঐ সব প্রভাবের ফলে আগামী দিনের প্রবীণ জীবন হতে পারে আরও অর্থবহ ও আরও সম্ভাবনাময়।

মূল শব্দ:


Leave a Comment