
প্রবন্ধাবলি, খণ্ড: ৭ মে ২০১৫
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
আজকের স্তবতা সভ্যতার বিলয় ও নতুন সভ্যতার উন্মেষ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৭ মে ২০১৫
DOI:
ISSN:
সারসংক্ষেপ
সাম্প্রতিক বছরগুলোতে তথ্যপ্রযুক্তি যুক্তি ও জীবপ্রযুক্তির বিপ্লব এবং রণভাবে বিজ্ঞানপ্রযুক্তির বিকাশ ও বিস্তার পৃথিবী সকল রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার উপর প্রচণ্ড আঘাত হেনেছে। সর্বত্র এর ফলে, আর্থ-সামাজিক-রাষ্ট্রিক ব্যবস্থা ও সভ্যতা বিপর্যস্ত হয়েছে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেছে। দরকার ছিল বিশ্বব্যাপী সকল ব্যবস্থার আমূল সংস্কার, পর্যায়ক্রমে অঅন্যায় হ্রাস ও ন্যায় বৃদ্ধি এবং উন্নততর সভ্যতা সৃষ্টি। দরকার ছিল প্রগতিশীল নতুন নেতৃত্ব। কিন্তু তা দেখা দেয়নি। বাস্তবে সকল রাষ্ট্রে ও গোটা বিশ্বব্যবস্থায় কায়েম হয়েছে কায়েমি-স্বার্থবাদীদের মালিকানা ও কর্তৃত্ব। চলছে যুদ্ধের পর যুদ্ধ। ফলে সভ্যতা ভেঙ্গে পড়েছে, এবং মানুষ অমানবিকীকৃত হয়ে চলছে। পরিত্যক্ত পুরাতন সংস্কার-বিশ্বাস পুনরুজ্জীবিত হয়েছে। এর মধ্যে বিজ্ঞান-প্রযুক্তির কল্যাণে উৎপাদন বাড়ছে, বৈষয়িক সম্পদ বাড়ছে, আরনতুন সভ্যতা সৃষ্টির তাগিদও দেখা দিচ্ছে। সমাধান হতে পারে সকল রাষ্ট্র নিয়ে ফেডারেল বিশ্বসরকার প্রতিষ্ঠা দ্বারা। জাতিরাষ্ট্র সমূহের অভ্যন্তরে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমন্বয় দ্বারা, গণতন্ত্রকে পুনর্গঠিত করে, 526 তুলতে হবে শতভাগ মানুষের গণতন্ত্র, বা সর্বজনীন গণতন্ত্র, বা নয়াগণতন্ত্র। বিশ্বসর সরকার গঠন করতে হবেজাতিরাষ্ট্রসমূহ থেকে প্রতিনিধি নিয়ে। জাতীয় সরকার সমূহের ক্ষমতাররক্ষুদ্র অংশ চলে যাবে বিশ্বসরকারের কাছে। জাতিরাষ্ট্র, জাতীয় সংস্কৃতিও জাতীয় ভাষাবিকাশমান থাকবে। বিশ্বসরকারের কাছে একটি সেনাবাহিনী রেখে সকল রাষ্ট্রের সেন সনাবাহিনী বিলুপ্ত করাযাবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের, কিংবা বহুত্বমূলক সমন্বয়ের নীতি অবলম্বন ম্বন করে সৃষ্টি করবে হবে আন্তরাষ্ট্রিক বা আন্তর্জাতিক সম্প্রীতি ও বিশ্বমানবতা। এমনি করে সৃষ্টিকরে ৩১ হবে নতুন উন্নত সভ্যতা। এই বক্তব্যটি প্রকাশ করা হয়েছে: ১.পরিবর্তনের ধারায় আজজকের বিশ্ববাস্তবতা, ২. সভ্যতার স্বরূপ, ৩.আধুনিক ইউরোপীয় সভ্যতার বিলয় ও নতুন সভ্যত সৃষ্টির প্রয়াস, ৪. সোভিয়েত ইউনিয়নের বিলয় ও বিশ্বব্যবস্থার পুনর্গঠনের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী তৎপরতা, ৫. নয়াগণতান্ত্রিক জাতিরাষ্ট্র ও তারসম্পূরক আন্তর্জাতিক ফেডাে ডারেল বিশ্বরাষ্ট্র – এই কটি উপশিরোনামের আওতায়। নতুন সভ্যতা সৃষ্টির জন্য প্রথম পর্য পর্যায়ে দরকার আন্তর্জাতিক বৌদ্ধিক আন্দোলন - দরকার সকল জাতির মধ্যে নতুন রেনেসাঁস।