
প্রবন্ধাবলি, খণ্ড: ৮ জুলাই ২০১৬
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
ভাষা, মস্তিষ্ক ও বাংলা যুক্তব্যঞ্জন প্রক্রিয়াকরণ পরীক্ষণ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৮ জুলাই ২০১৬
DOI:
ISSN:
সারসংক্ষেপ
মানুষের ভাষা নামক জটিলতম জ্ঞানমূলক কর্মটি মস্তিষ্ক থেকে সম্পাদিত হয়। এখানে সম্পাদন বলতে ভাষা উৎপাদন ও অনুধাবন দুটিকেই বোঝানো হয়েছে। প্রকৃত অর্থে ভাষা মানব মস্তিষ্কের কোন অতল গহ্বর থেকে জাত ও অর্থবোধসম্পন্ন হয়ে থাকে, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান-মনীষীর কৌতূহলের অন্ত নেই। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা মস্তিষ্কের ভাষার স্বরূপ উদঘাটনের জন্য উদ্ভাবন করেছেন বহু তত্ত্ব, পদ্ধতি ও প্রক্রিয়াকরণ কৌশল। এই উদ্ভাবনের ক্ষেত্রে স্নায়ুবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও ভাষাবিজ্ঞানীদের মিলিত প্রচেষ্টা ফলদায়ক হয়েছে অনেক বেশি। এরই ধারাবাহিকতায় বিশ শতকের শেষার্ধেস্নায়ুবিজ্ঞানী ও ভাষাবিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় মানব মস্তিষ্কে বিভিন্ন ভাষিক উপাদানের প্রক্রিয়াকরণের রূপ-রূপান্তরের নানাদিক উন্মোচিত হয়েছে। আলোচ্য প্রবন্ধটি মূলত উপরিউক্ত স্নায়ু-ভাষাবৈজ্ঞানিক ধারারই একটি বিশ্লেষণ যাতে মানব মস্তিষ্কে ভাষিক উপাদান হিসেবে বাংলা যুক্তব্যঞ্জন প্রক্রিয়াকরণের স্বরূপ ও প্রকৃতিকে অন্বেষণ করা হয়েছে।