প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮

প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

ময়নামতি জাদুঘরে সংরক্ষিত ভাস্কর্যে হিন্দু দেবদেবী একটি পর্যালোচনা

  • কালিদাস ভক্ত
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮
DOI:
ISSN:

  • Page No : 42-59

সারসংক্ষেপ

আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম হলো বৃহত্তর কুমিল্লা জেলার ময়নামতি। ঐতিহাসিকদের মতে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামানুসারে ময়নামতি নামকরণ করা হয়। সে হিসেবে এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ কুমিল্লার ময়নামতিতে বিভিন্ন বিহার খননের ফলে অনেক মূল্যবান নিদর্শন পাওয়া গেছে। তাছাড়া বৃহত্তর কুমিল্লায় সামাজিকভাবে ও ব্যক্তি পর্যায়ে মন্দিরে মন্দিরে এবং ঘরে ঘরে নানা ধরনের প্রত্নসম্পদ পাওয়া গেছে, সেগুলো সংগ্রহ করে ময়নামতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এই প্রত্নসম্পদের মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে। ভাস্কর্যসমূহের মধ্যে নানা ধরনের বৌদ্ধ ভাস্কর্য, বৌদ্ধদের দেবতা ও হিন্দু দেবদেবীর ভাস্কর্য রয়েছে। তবে ভাস্কর্যসমূহ জাদুঘরে সংরক্ষিত থাকলেও হিন্দু দেবদেবীর ভাস্কর্য সম্পর্কে আলাদাভাবে শ্রেণিককরণ ও বিস্তারিত বিবরণ নেই। আলোচ্য প্রবন্ধে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্য থেকে ময়নামতি জাদুঘরের হিন্দু দেবদেবীর ভাস্কর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়েছে ।

মূল শব্দ:

মূল শব্দ: ময়নামতি জাদুঘর; দেবদেবী; হরগৌরী; গণেশ; সূর্য

Leave a Comment