প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮

প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

আব্বাসি সামানি সম্পর্ক : একটি পর্যালোচনা

  • সাবিহা ইয়াসমিন রোজী, আফসানা ইসলাম এবং তানিয়া
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড ১০ জুলাই ২০১৮
DOI:
ISSN:

  • Page No : 07-19

সারসংক্ষেপ

বাংলাদেশের কৃষি উৎপাদন এবং পারিবারিক খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে সমাজে বিদ্যমান বৈষম্যের কারণে কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে অসম অবস্থা বিরাজ করে যা নারীর আর্থ-সামাজিক অর্জনকে ব্যাহত করে। এই প্রতিকূলতার মধ্য দিয়েই নারীপ্রধান পরিবারের নারী কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছে এবং তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সাথে সাথে পরিবারের সদস্যদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ও পুষ্টিমান উন্নয়নে অবদান রাখছে। এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে কৃষিতে নারী প্রধান পরিবারের অংশগ্রহণের ফলে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়ন পরিস্থিতি পর্যালোচনা করা। এই গবেষণাটি কর্মজীবী নারী সংগঠনের সহযোগিতায় গুণগত গবেষণা পদ্ধতিতে মানিকগঞ্জ জেলায় করা হয়েছে। উক্ত গবেষণায় দেখা গেছে, কৃষি সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণে নারীদের সীমিত পর্যায়ে সম্পৃক্তকরণ এবং এর পাশাপাশি সামাজিক বিধিনিষেধজনিত কারণে কৃষিতে নারীর অংশগ্রহণ এবং বাজারে যাওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করে। নারী প্রধান এসব পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও পুষ্টিমান রক্ষায় তাঁরা পিছিয়ে আছে। অন্যদিকে, নারী কৃষকদের বাজারে দৃশ্যমান পদচারণা নেই কারণ পুরুষবেষ্টিত বাজার ব্যবস্থায় বেশিরভাগ পুরুষ নারীদের বাজারে প্রবেশের ক্ষেত্রে নিরুৎসাহিত করেন। তবে নারীপ্রধান কৃষক পরিবারের নারীদের বৃহত্তর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে এবং লক্ষণীয়ভাবে তারা আত্মবিশ্বাসী।

মূল শব্দ:

নারী কৃষক, কৃষি সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, নারীপ্রধান পরিবার, পিতৃতান্ত্রিকতা।

Leave a Comment