সামাজিক-বিজ্ঞান-গবেষণাঃ-পদ্ধতি-ও-প্রক্রিয়া

সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্ৰ ঢাকা বিশ্ববিদ্যালয়

সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি ও প্রক্রিয়া

আর্থ-সামাজিক গবেষণায় একটি নমুনা নকশা

  • সৈয়দ আলী নকী
  • Authors Email:
  • Date of submission:
  • Date of Acceptance:

সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি

DOI:
ISSN :

  • Page No : 75-83

ভূমিকা

উন্নয়নগামী দেশে শহর এবং আঞ্চলিক উন্নয়ন গবেষণায় নিয়োজিত আর্থ-সামাজিক জরিপে প্রাসংগিক নমুনায়ন পদ্ধতি হলো দুটি। যথা- এলাকা নমুনায়ন এবং বিভিন্ন পর্যায় নমুনায়ন। এলাকা নমুনায়ন মূলত এক প্রকার গুচ্ছ নমুনায়ন। যে সব দেশে সমগ্রকের পূর্ণ তালিকা পাওয়া যায় না, সেখানে এটা খুব উপযোগী পদ্ধতি। '
নুমনা কাঠামো মানচিত্রে অথবা আকাশ থেকে তোলা ছবির সাহায্যে সমগ্র এলাকাকে ভাগ করে। যেমন, ছকে অথবা ব্লকে, যেখান থেকে বাছাই করা হয়। এই ক্ষুদ্র এলাকার মধ্যে হয় সম্পূর্ণ গণনা কার্য চালানো হয় নতুবা অতিরিক্ত নমুনা চয়ন করা হয় (সম্পূর্ণ তালিকা থেকে অথবা বিভক্ত অংশ থেকে)।
ব্লক সহজে চিহ্নিতকরণের উপযোগী। অতএব, রাস্তা, নদী ইত্যাদি দ্বারা পরিবেষ্টিত এককগুলো নমুনায়নের জন্য মানচিত্রে চাপিয়ে দেওয়া তারজালির অথবা আকাশ থেকে নেয়া ছবির চাইতে বেশী উপযোগী। ২ ব্লকের আয়তন (অনুসন্ধানের বাসস্থানের এবং পরিবারের এককগুলোর সংখ্যা ভিত্তিক করে) মোটামুটি নিরূপণ করতে হবে যাতে আয়তনের অনুপাত অনুযায়ী কিছু মাত্রার সম্ভাবনা নিশ্চিত করা যায়। এই বিভক্তিকরণ যদি কোন পরিসংখ্যান তথ্যে ব্যবহৃত হয়ে থাকে এবং এর ভিত্তিতে যদি

Keywords:


Leave a Comment