Volume 10 October 2012

Perspectives in Social Science

Volume 10 October 2012

Perspectives in Social Science

বিকল্প সংবাদমাধ্যম হিসেবে ওয়েব সামিয়িকী : বাংলাদেশ ভিত্তিক ‘মেঘবার্তা'র আধেয় বিশ্লেষণ

  • ড. আবুল মনসুর আহাম্মদ এবং মো. আশরাফুল আলম
  • Authors Email:
  • Date of submission:
  • Date of Acceptance:

Perspectives in Social Science

Volume 10 October 2012
DOI:
ISSN :

  • Page No : 11-24

গবেষণা সারাংশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রগতি ও প্রসারের ফলে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আগমন ঘটেছে বহু বিকল্প মাধ্যমের। ইন্টারনেট মাধ্যমে হাজির হচ্ছে নতুন নতুন সংবাদ উৎসের। তথ্যপ্রবাহে তৈরী হয়েছে অসংখ্য বিকল্প সূত্র ও বিকল্প ধারা। বিকল্প সংবাদ মাধ্যম ও সংবাদ উৎস হিসেবে ওয়েব বা অনলাইন ভিত্তিক সাময়িকী অন্যতম মাধ্যম। তথ্য প্রকাশের নতুন সম্ভাবনা ও নতুন জানালা হিসেবে কাজ করছে ওয়েব সাময়িকী । ইন্টারনেট ভুবনে বাংলাদেশ ভিত্তিক ওয়েব সাময়িকী- মেঘবার্তায় প্রকাশিত আধেয়তে নতুনত্য পাওয়া গেছে। সাময়িকীতে প্রকাশিত দেশী-বিদেশী ইস্যুগুলোতে জেন্ডার বৈষম্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জীবন-যুদ্ধ, স্থানীয় মানুষের প্রতিরোধ আন্দোলন, গ্রামীন উন্নয়ন, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, শৈল্পিক নির্মাণসহ নানা বিষয় প্রকাশিত হচ্ছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে থাকছে তর্ক-বিতর্ক, মতামত, যুক্তি, পাল্টা-যুক্তি, সংবাদ বিশ্লেষণ, পর্যালোচনা এবং পাঠকদের মন্তব্য, মতামত ও প্রতিক্রিয়া । সাময়িকীটি যে কোন বিষয়ে বক্তব্য প্রকাশ করছে স্বাধীনভাবে। এখানে স্থান পাওয়া খবর, ফিচার, সাক্ষাতকার ইত্যাদি একটু ভিন্ন প্রকৃতির। তেল-গ্যাস-সম্পদ রক্ষাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে মেঘবার্তা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। সাময়িকীতে শহরের সংবাদের তুলনায় গ্রামীন বা আঞ্চলিক সংবাদের প্রাধান্য চোখে পড়েছে। সংবাদ এজেন্সি থেকে সরবরাহ করা সংবাদ এখানে প্রকাশ করা হয়নি। কোন বিজ্ঞাপনও দেখা যায়নি ওয়েব সাময়িকীটিতে। সার্বিক বিবেচনায় সাময়িকীতে প্রকাশিত আধেয়ের চরিত্র বিশ্লেষণ, এর স্লোগান, সংবাদ ক্যাটাগরিসহ বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে এক ধরনের ভিন্ন চিত্র ফোটে ওঠে। মূলধারার গণমাধ্যমের বাইরে বিকল্প ধারার সংবাদ সাইট হিসেবে এটিকে বিবেচনা করা যায়। সবমিলিয়ে এটি স্পষ্ট হয়ে ওঠে- দেশীয় ওয়েব সাময়িকী ইন্টারনেট ভুবনে এক ধরনের বিকল্প ধারার সংবাদ মাধ্যম এবং সংবাদ উৎস হিসেবে দাঁড়াচ্ছে ।

Keywords:


Leave a Comment