
সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্ৰ ঢাকা বিশ্ববিদ্যালয়
সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি ও প্রক্রিয়া
সামাজিক বিজ্ঞানে গবেষণার প্রয়োজনীয়তা ও প্রকারভেদ
সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি
DOI:
ISSN :
ভূমিকা
সত্যকে বের করাই গবেষণার প্রধান উদ্দেশ্য। তা যেমনি প্রাকৃতিক বিজ্ঞানের (Physical science) বেলায় প্রযোজ্য তেমনি সামাজিক বিজ্ঞানের (social science) বেলায়ও প্রযোজ্য। সামাজিক বিজ্ঞানে বৈজ্ঞানিক উপায়ে অনুসন্ধান চালানোকে সামাজিক বিজ্ঞান গবেষণা (Social Science Research) বলা যেতে পারে। পি ভি ইয়ং (P. V. Young) এর মতে সামাজিক বিজ্ঞান গবেষণা হল একটা বৈজ্ঞানিক অনুসন্ধান যার মাধ্যমে যুক্তি ভিত্তিক (logical) প্রণালীবদ্ধ (systematic) পদ্ধতি (technique)-এর ভিত্তিতে (ক) নতুন তথ্য আবিষ্কার করা হয় অথবা পুরানো তথ্যকে যাচাই করা হয়, অথবা (খ) নতুন গবেষণা পদ্ধতি (tools), বিজ্ঞান ভিত্তিক ধারণা ও সিদ্ধান্ত গ্রহণ করে নির্ভরযোগ্য যুক্তিসিদ্ধ (valid) অনুসন্ধানের মাধ্যমে মানুষের আচরণের স্বরূপ ও কার্যকারণ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, অথবা (গ) তথ্যের পর্যায়ক্রম ( sequence ) বের করে এক তথ্যের সাথে ভিন্নভাবে লব্ধ অপর একটা তথ্যের সম্পর্কের আবিষ্কার ও তাদের মধ্যেকার কার্যকারণ সম্পর্কের উপর যথার্থ তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়।' সামাজিক বিজ্ঞানে গবেষণায় সত্যকে আবিষ্কার করতে যেয়ে মানুষের আচার-ব্যবহারের অন্তর্নিহিত প্রাকৃতিক নিয়মকে বা মূল তত্ত্বকে উদঘাটন করা সম্ভব হতে পারে অথবা দৈনন্দিন জীবনে মানুষ যে সকল সমস্যার মুখোমুখি হয় তার সমাধান পাওয়া যেতে পারে। তাই সেলটিজ ও তার সংগী গবেষকগণ বলেছেন, কোন গবেষণা প্রচেষ্টা কোন বাস্তব সমস্যা বা প্রশ্নের প্রয়োজনে তথ্যের উদ্ঘাটন করতে যেয়ে যেমন মূল তত্ত্ব আবিষ্কার করে থাকে, তেমনি মূল তত্ত্ব ভিত্তিক গবেষণার মাধ্যমে তাৎক্ষণিক সমস্যার সমাধানও সম্ভব হতে পারে।