প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪

প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

সাংবাদিকতায় মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান

  • মোঃ আতাউর রহমান মিয়াজী
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
DOI:
ISSN:

  • Page No : 221-234

সারসংক্ষেপ

একটি জাতির জাগরণের ক্ষেত্রে সংবাদপত্রের ভুমিকা অপরিসীম এবং তা অনস্বীকার্য। সংবাদপত্র ব্যতীত কোন জাতিকে ঐক্যবদ্ধ ও অগ্রসর করানো যায় না। এ জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী (১৮৭৫- ১৯৫০ খৃঃ) সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। 'কিমিয়ায়ে সায়াদাত'-এর বাংলা অনুবাদক মির্জা ইউছুফ আলী ১৯০৩ সালে কলকাতা থেকে সে যুগের অন্যতম মুখপত্র সাপ্তাহিক 'ছোলতান' প্রকাশ করেন। মাওলানা ইসলামাবাদী এ পত্রিকায় কাজ শুরু করেন এবং ছয় মাস পর ১৯০৪ সালে এর সম্পাদনা ও পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। ১৯২৬ সালে কলকাতায় দাঙ্গার সময় তিনি সাপ্তাহিক 'ছোলতান'কে দৈনিকে রূপান্তরিত করেন। মুসলমানদের মধ্যে তিনিই প্রথম বাংলা দৈনিক পত্রিকা সম্পাদনার গৌরব অর্জন করেন। প্যান-ইসলাম মতাদর্শের অন্যতম প্রবক্তা সৈয়দ জামালউদ্দিন আফগানীর অন্যতম শিষ্য আগা মঈদুল ইসলাম ইংরেজি, উর্দু ও বাংলায় ১৯১২ সালে দৈনিক 'হাবলুল মতিন' প্রকাশ করেন। মাওলানা ইসলামাবাদী ছিলেন এ পত্রিকার বাংলা-সংস্করণের সম্পাদক। এ ছাড়া ১৯১৪ সালে প্রকাশিত আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গালার মাসিক মুখপত্র 'আল-এসলাম'- এরও তিনি সম্পাদক ছিলেন। এর বাইরে তিনি একাধিক পত্রিকার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। ১৯২৯ সালে তিনি নিজ দায়িত্বে দৈনিক 'আমীর' পত্রিকা প্রকাশ করেন। মাওলানা আকরম খাঁ সম্পদিত মাসিক 'মোহাম্মদী' পত্রিকারও তিনি ছিলেন অন্যতম পরিচালক।

মূল শব্দ:


Leave a Comment