সামাজিক-বিজ্ঞান-গবেষণাঃ-পদ্ধতি-ও-প্রক্রিয়া

সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্ৰ ঢাকা বিশ্ববিদ্যালয়

সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি ও প্রক্রিয়া

শিল্পায়ন বিষয়ক গবেষণা

  • শফিক উজ জামান
  • Authors Email:
  • Date of submission:
  • Date of Acceptance:

সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি

DOI:
ISSN :

  • Page No : 59-74

ভূমিকা

শিল্পায়নের উপর গবেষণা অত্যন্ত ব্যাপক। অর্থনীতিতে শিল্পের অধিক গুরুত্বের কারণেই এর গবেষণার পরিধিও অনেক বিস্তৃত। প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে অংসখ্য উৎপাদক প্রতিষ্ঠান (Firm), কর্ম পদ্ধতি, আন্ত-সম্পর্ক, উৎপাদন-উপাদান অনুপাত, বাজার, ইত্যাদির সঠিক তথ্যানুসন্ধান যেমন দূরুহ তেমনি সময় সাপেক্ষ। তা ছাড়াও বৃহৎ শিল্পের বাৎসরিক উপাত্ত থাকলেও ক্ষুদ্র শিল্পের নাই অথচ শিল্পায়নের জন্য উদ্যোক্তা, উদ্যোগ, ব্যয়, প্রশিক্ষণ, কাঁচামালের উৎস, উৎপাদন, পণ্যের মান নির্ণয়, প্রতিযোগিতা, বিপনন, আয়, ব্যয় মূল্যায়ন এবং শিল্প-সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষণা অনেক বেশী জরুরী। গবেষণা শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিতই করবে না নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ছাড়াও আজকের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতেও
সাহায্য করবে।
শিল্পায়ন গবেষণা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলেও স্বাধীনতা উত্তর দুই দশকে শিল্পায়নের উপর তেমন উল্লেখযোগ্য গবেষণা হয় নাই। বিশেষ করে ক্ষুদ্র শিল্প যা বাংলাদেশে কর্ম সংস্থান ও জি ডি পি তে উল্লেখযোগ্য অবদান রাখছে সেখানেও আজ অবধি উদ্যোক্তাদের শিল্প বিনিয়োগে উৎসাহিত করতে পারে তেমন গবেষণা নাই। বললেই চলে। তবে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ব্যুরো অব বিজনেস রিসার্স-- এর অধীনে অধ্যাপক এ, এইচ, এম, হাবিবুর রহমান ও তাঁর সহযোগীদের উদ্যোগে শিল্প-উদ্যোগ এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানের উন্নয়নের উপর একটি গবেষণা কাজ পরিচালনা করা হয়।' এই গবেষণায় বাংলাদেশের ক্ষুদ্র শিল্পের বিকাশ ও সমস্যা এবং উদ্যোক্তা সৃষ্টি তথা শিল্প-উদ্যোক্তাদের বৈশিষ্ট চিহ্নিত করে তুলে ধরা হয়েছে। ১৯৮৩ সালে অধ্যাপক আবদুল্লাহ ফারুক ও তাঁর সহযোগীদের এক গবেষণা গ্রন্থে' উল্লেখযোগ্য শিল্পপতিদের জীবন বৃত্তান্ত ও তাদের শিল্পায়নে তৎপরতার কথা উল্লেখ

Keywords:


Leave a Comment