
প্রবন্ধাবলি, খণ্ড: ১১ জুলাই ২০১৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
মুঘল সম্রাট আকবরের ধর্মদর্শন ও সংশ্লিষ্ট প্রসঙ্গ: একটি পর্যালোচনা
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ১১ জুলাই ২০১৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
মুসলিম ভারতের ইতিহাসে মুঘল বংশের শাসনকাল একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই মুঘল বংশের সর্বাপেক্ষা খ্যাতিমান সম্রাট ছিলেন আকবর। রাজ্যের শাসন ব্যবস্থা সুদৃঢ়করণ, প্রজাকল্যাণ প্রভৃতি বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে তাঁর ধর্মীয় সহনশীলতানীতির জন্য তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন। সম্রাট আকবর গভীরভাবে অনুধাবন করেছিলেন যে ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বী জনগণের প্রতি উদার ও সহনশীল আচরণ ব্যতিরেকে এখানে একটি স্থায়ী ও সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা সম্ভাব নয়। মূলত এ লক্ষ্যেই তিনি সর্বপ্রথমভারতবর্ষে ধর্ম সমন্বয়ের প্রয়াস চালান। সকল ধর্মমতের সমন্বয়ে তিনি 'দীন-এ-ইলাহী' নামে একটি নতুন ধর্মমতের প্রবর্তন করেন। ফলে ভারতীয় সামন্ততন্ত্র এক নতুন রূপে বিকশিত হয় এবং মুঘল সম্রাজ্যের স্থায়ীত্বকাল বেড়ে যায়। বিভিন্ন ঐতিহাসিক বর্ননায় আকবরের এই ধর্মচিন্তাকে তাঁর শাসননীতির সফলতার একটি উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আলোচ্য প্রবন্ধে আকবরের এই ধর্মদর্শন ও এতদ্সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে একটি সম্যক ধারণা দেয়ার প্রয়াস নেয়া হয়েছে।
মূল শব্দ:
মুঘল সাম্রাজ্য, ধর্মদর্শন, ধর্ম নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহাবস্থান, বৈপ্লবিক চিন্তাধারা, একেশ্বরবাদ, সুল-ই-কুল,দীন-এ-ইলাহী, রাজনৈতিক দূরদর্শিতা।