প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
মওলানা মোহাম্মদ আলীর রাষ্ট্রচিন্তা (১৮৭৮-১৯৩১)
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
DOI:
ISSN:
সারসংক্ষেপ
ইং ১৮৭৮ সনে ভারতের রামপুর রাজ্যের এক সভ্রান্ত পরিবারে মওলানা মোহাম্মদ আলীর জন্ম। বাল্যকাল থেকে তিনি ইসলা ঐতিহ্য প্রভাবিত পরিবেশে লালিত-পালিত হলেও তাঁর ইংরেজী শিক্ষার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। আলীগড় কলেজ থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি বি. এ পাশ করেন। উল্লেখ্য যে তিনি বি.এ পরীক্ষার প্রথম স্থান লাভ করেন। এরপর অকসফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রী লাভ করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনি ছিলেন আধানিক ইতিহাসের ছাত্র। স্বদেশে প্রত্যাবর্ত নের পর কিছু কাল রামপরে রাজ্যের প্রধান শিক্ষা অফিসাররূপে দায়িত্ব পালন করেন এবং শেষে বরোদ। সিভিল সার্ভিসে যোগদান করেন। কিন্তু চাকুরিজীবীর জীবন অপেক্ষ। সংগ্রামী রাজনৈতিক জীবন তাঁকে অধিকতর আকৃষ্ট করে। তাঁর সম্পাদনায় প্রকাশিত ইংরেজী সাপ্তাহিক পত্রিকা কমরেড ও উপ সাপ্তাহিক হামদর্দ ছিল তাঁর মতাদর্শ প্রচারের প্রধান মাধ্যম।
ইংরেজ রাজশক্তির মত্তচক্ষ স্বরাজ দাবি করেন। বস্তুত
উপমহাদেশের রাজনীতিক্ষেত্রে যাঁরা প্রচন্ড আলোড়ন সৃষ্টি করেন মওলানা মোহাম্মদ আলী তাদের অন্যতম। অগ্রাহ্য করে তিনি ভারতীয়দের জন্য পূর্ণে রাজনৈতিক অঙ্গনে পদচারনা শহর, হয় খেলাফত আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রনায়কের। তাঁর রাজ- নৈতিক অবদান আলোচনার পর্বে খেলাফত আন্দোলনের ঈষৎ পরিচয়
দেওয়া আবশ্যক।
মোটামটিভাবে ঊনিশ শতকের মধ্যভাগ থেকে উপমহাদেশের মে নেতাদের রাজনৈতিক ভাবধারা ও কর্মকাণ্ডে তাঁদের প্যান-ইসলামী দৃষ্টিভঙ্গীর প্রভাব লক্ষ্য করা যায়। ইসলামকে তাঁরা দেখেছেন একটি বিশ্বজনীন আদর্শ ধর্ম হিসাবে। কাজেই বিশ্বের সর্বত্র ইসলামী শক্তির