প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
ভারত ও দক্ষিণ এশীয় সহযোগিতা : একটি রণনৈতিক দর্পণ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রয়াস প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে ১৯৮৫ সনের ডিসেম্বরে । এ সময়ে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর (South Asian Association for Regional Cooperation বা SAARC) প্রতিষ্ঠা এ অঞ্চলব্যাপী সহযোগীতার ধারণা প্রচার ও জনপ্রিয় করে তোলার ব্যাপারে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করে ১৯৭৭ - ১৯৮০ এর দিকে। এতে বেশ উৎসাহব্যঞ্জক সাড়া মেলে এ অঞ্চলের অপেক্ষা- কৃত জোট দেশগুলো থেকে, কিন্তু দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি, ভারত এ পর্যায়ে সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এমনকি ভারতের অনেকটা শীতল মনোভাবও ব্যক্ত হয়। পরবর্তীতে অবশ্য ভারতও এ অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের মতই সহযোগিতার ব্যাপারে উষ্ণ আগ্রহ প্রদর্শন করে। মাত্র কয়েক সপ্তাহ পূর্বাবধি ভারতের প্রধানমন্ত্রী সার্কের সভাপতি পদে আসীন ছিলেন। তা সত্ত্বেও এ অঞ্চলে ভারতের সার্বিক সম্পর্কের আলোকে তার আঞ্চলিক ভূমিকা মূল্যায়ন করা প্রয়োজন, প্রয়োজন আরো প্রতিবেশী সার্কভুক্ত দেশগুলো এ ভূমিকা কিভাবে দেখে আসছে সেই কারণে। এ প্রবন্ধে ভারত ও দক্ষিণ এশিয়ায় তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরাজমান সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে একটি কৌশলগত রণনৈতিক ফ্রেম বা কাঠামো ব্যবহার করে এরূপ যুক্তি উপস্থাপিত করা হয়েছে যে, ভারতের কৌশলগত দৃষ্টি- ভঙ্গিতে দ্বি-পাক্ষিক ভিত্তিক অপ্রতিসম সম্পর্ক গভীর প্রবণতা আঞ্চলিক পর্যায়ে প্রতিসাম্য ভিত্তিক বহুজাতিক সম্পর্ক গড়ে তোলার পথে