প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪

প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে বেকারত্ব, মাদকাসক্তি এবং সন্ত্রাস সমস্যাঃ একটি সামাজিক

  • নাছিমা খাতুন এবং ফাতেমা বেগম
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
DOI:
ISSN:

  • Page No : 27-42

সারসংক্ষেপ

যুব সমাজ জাতির সম্পদ। অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে দেশের যুবশক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করে উন্নয়নের ধারায় তাদেরকে সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। অথচ দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে এই যুব সমাজই আজ বেকারত্ব, মাদকাসক্তি এবং সন্ত্রাসের অসহায় শিকার। যুব বেকারত্বের কারণে জাতীয় অর্থনীতি আজ এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এবং এই বেকারত্বের কারণেই সহযোগী সমস্যা হিসেবে মাদকাসক্তি এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রকট আকার ধারণ করেছে। বর্তমান প্রবন্ধে তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে বাংলাদশের এই জাতীয় সমস্যাগুলো আলোচনা করা হয়েছে। যার সামাজিক প্রতিক্রিয়া এখন গোটা দেশের জন্য একটা দুরারোগ্য সংকট বেকারত্বের অভিশাপ এতই প্রকট যে, শিক্ষিত-অশিক্ষিত যেই বেকার থাকুক না কেন তাদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি হয়। এই হতাশা থেকেই জন্ম নেয় অপরাধ প্রবণতা। কোন ব্যক্তি স্বেচ্ছায় কোন অপরাধ সংঘটিত করতে চায় না বিধায় তখন তারা মানসিকভাবে প্রশান্তি পাওয়ার জন্য আশ্রয় নেয় মাদকাসক্তির। একটু একটু করে মাদকদ্রব্য গ্রহণ করতে করতে নিজের অজান্তেই মাদকাসক্তির গভীরে চলে যায়। মাদকদ্রব্যকে তখন তারা তাদের জীবনীশক্তি হিসাবে বেছে নেয়। তাদের এই জীবনীশক্তি রক্ষার্থে যে কোন অপকর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। এই পর্যায়ে সমাজে কিছু সুবিধাভোগী লোক মাদকাসক্তদের দিয়ে সমাজে জঘন্যতম অপরাধমূলক কাজগুলো করিয়ে নেয়। এভাবে শুরু হয় সন্ত্রাস। বর্তমান প্রবন্ধে তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত, বেকারত্ব একটি সামাজিক ব্যাধি ও জাতির অভিশাপ। বাংলাদেশের জাতীয় প্রধান সমস্যাগুলোর মধ্যে এটি একটি অন্যতম সমস্যা। বাংলাদেশের বয়স এবং লিঙ্গের তারতম্যের ভিত্তিতে বেকারত্বের হার, শিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা, বেকারত্বের বিভিন্ন কারণ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, বেকারত্ব থেকেই হতাশার প্রস্তুতি। আর হতাশা থেকেই যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে। মাদকাসক্তি সৃষ্টির সাথে বেকারত্বের একটি কার্যকর যোগাযোগ রয়েছে। বেকার যুবকদের উল্লেখযোগ্য অংশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির লক্ষ্যে মাদকদ্রব্যের অপব্যবহারের সাথে নিজেদের একাত্ম করে নিচ্ছে। এ বিষয়টি এক সমীক্ষার ফলাফল থেকে স্পষ্ট করা হয়েছে। তৃতীয়ত, মাদকদ্রব্যের সংক্রমণ কিভাবে যুবসমাজকে বিপথগামী হতে এবং সন্ত্রাসী

মূল শব্দ:


Leave a Comment