প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের বুর্জোয়া শ্রেণীর বিকাশের গতিধারা
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ১ সেপ্টেম্বর, ১৯৮৭
DOI:
ISSN:
সারসংক্ষেপ
১. আন্তর্জাতিক প্রাসঙ্গিক অভিজ্ঞতাসমূহে
১.১ সদ্যস্বাধীন দেশগগুলিকে তাদের সামাজিক বিকাশের প্রবণতা অনযায়ী কিছুদিন আগে পর্যন্ত তিনটি গোষ্ঠীতে ভাগ করা যেত : পংজিবাদী বিকাশের ধারায় রয়েছে এমন দেশ, সমাজতন্ত্র অভিমখীন দেশ এবং 'মধ্যবর্তী দেশ- যেখানে বিকাশের প্রবণতা সহজেই চিহ্নিত করা যায় না। আজ বলা যায় যে, তৃতীয় গোষ্ঠীভূক্ত দেশের সংখ্যা খবেই কমে গেছে। যেখানে তা টিকে আছে তার কারণ হচ্ছে অাভা- বিক মাত্রায় আর্থ সামাজিক পশ্চাৎপদতা ।
১.২ পংজিবাদ অভিমুখীন দেশগুলোর পাংজিবাদী ধারার সঙ্গে পশ্চিমী ধপদী পূজিবাদের বিকাশের অনেক অমিল রয়েছে। তাই এসব দেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে সাদামাটাভাবে পিংজিবাদী উৎ- পাদন পদ্ধতি’–এভাবে নামকরণ সমীচীন হবে না। রাজনৈতিক অর্থ- নৈতিক সাহিত্যে এদের সম্পর্কে বিভিন্ন নামকরণ চাল, রয়েছে। যেমন, পরনির্ভরশীল ধরনের পাংজিবাদ ( Assymetrical / one sided), নিকৃষ্ট পজিবাদ (Inferior Capitalism), প্রান্তিক পূজিবাদ (Peripherical Capitalism), আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় একচেটিয়া পজিবাদ (Burea ucratic State Monopoly Capitalism), আমলাতান্ত্রিক পজিবাদ (Bureaucratic Capitalism), রাষ্ট্রীয় পরিপোষক ধনতন্ত্র (State Spon sored Capitalism), মধ্যম পূজিবাদী দেশসমূহ ( Medium Develop- ment Capitalist Countries), ঔপনিবেশিক পাংজিবাদ (Colonial Capitalism) ইত্যাদি।
তবে এই ধরনের নামকরণের প্রধান বিপদ এই যে, এসব নামের পিছনে যে উপাদান রয়েছে তার বিস্তৃত ব্যাখ্যা ছাড়া এগুলি প্রায়ই