প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের একটি পরিবর্ত নশীল গ্রামের জনউর্বরতা ও পরিবার পরিকল্পনা বিষয়ক জরীপ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ যার জনঘনত্ব প্রতি কিলোমিটারে ৬৬০ জন যা বিশ্বের জনবহুল দেশগুলোর অন্যতম (স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, ১৯৮১ ইং)। ১৯৫১ সনে বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ছিল ৪ কোটি ২০ লক্ষ যা ১৯৮১ সনে এসে দ্বিগুণেরও বেশীতে দাঁড়ায়। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার যদি কমতেও থাকে তবুও ২০০০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ১২ কোটি ৮০ লক্ষ। বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৭০ লক্ষ সন্তান ধারণ যোগ্য উর্বর মহিলা রয়েছেন যার শতকরা ৬০ ভাগের বয়স ৩০ বছরের নীচে এবং যাদের জনউর্বর বছরের সংখ্যা অনেক। বাংলাদেশী দম্পত্তি গড়ে ৫ বা ততোধিক সন্তান প্রত্যাশা- করে। এই সন্তানদের জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্ম সংস্থান। যে দেশে প্রাকৃতিক সম্পদের যথেষ্ট অপর্যাপ্ততা সেখানে এই অধিক জনসংখ্যার প্রাথমিক চাহিদাগুলো মেটানো দূরূহ ব্যাপার। এখন থেকে ২০০০ সন পর্যন্ত কর্মশক্তি বৃদ্ধির পরিমাণ হবে ১ কোটি ৪ লক্ষ যাদের কর্মসংস্থানের কোন উপায়ই থাকবে না কারণ বর্তমান কর্মশক্তির এক তৃতীয়াংশ হয় বেকার অথবা অর্ধবেকার ।