প্রবন্ধাবলি, খণ্ড ৩ আগষ্ট ১৯৯২

প্রবন্ধাবলি, খণ্ড: ৩ আগষ্ট ১৯৯২

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

বহুজাতিক কোম্পানী ও বাংলাদেশ : একটি সমীক্ষা

  • হরিপদ ভট্টাচার্য এবং সিরাজুল হক
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৩ আগষ্ট ১৯৯২
DOI:
ISSN:

  • Page No : 124-149

সারসংক্ষেপ

বহুজাতিক প্রতিষ্ঠান হলো এমন এক উদ্যোগ যার মালিকানা ও মূলধন, উৎপাদন ও বাণিজ্যিক ক্রিয়াকলাপ একাধিক দেশে পরিচালিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি অংশ হিসেবে এ ধরনের মূলধন ও মালিকানা পৃথিবীর বিভিন্ন দেশে প্রসারিত হতে শুরু করে। সময়ের দীর্ঘ পথ পরিক্রমায় বহুজাতিক ব্যবসা-বাণিজ্য পৃথিবীর প্রায় সকল দেশেই আজ প্রতিষ্ঠিত এবং এ জাতীয় বাণিজ্য বিতর্কিত হলেও এর গুরুত্ব অস্বীকার করার কোন উপায় নেই।
বর্তমান প্রবন্ধে বাংলাদেশে বহুজাতিক কোম্পানীর সার্বিক দিকের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। প্রবন্ধে ব্যবহৃত উপাত্তসমূহ সংগ্রহ করা হয়েছে বিভিন্ন প্রকাশিত পত্র-পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এবং সদ্য প্রকাশিত 'টাঙ্ক ফোর্স রিপোর্ট থেকে। প্রবন্ধের শুরুতেই অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে এই উপমহাদেশে বহুজাতিক কোম্পানীর উৎপত্তি বিষয়ে। পরবর্তী অংশে মূলধন বিনিয়োগ থেকে শুরু করে এদের লভ্যাংশ প্রেরণ পর্যন্ত তথ্য নির্ভর একটি পর্যালোচনা প্রবন্ধে স্থান পেয়েছে। সবশেষে প্রবন্ধের সংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়েছে "উপসংহার" শিরোনামে। সংগৃহীত উপাত্তসমূহকে পরিশিষ্টে সারণী আকারে প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বহুজাতিক প্রতিষ্ঠানের "গুরুত্ব", "ভূমিকা" কিংবা "অবদান" - যাই বলা হোক না কেন তা পরিমাপ করার জন্য প্রবন্ধে ব্যবহৃত উপাত্ত এ বিষয়ে আগ্রহী গবেষকদের পরবর্তী গবেষণার সহায়ক উপাদান হিসেবে বিবেচিত হবে।

মূল শব্দ:


Leave a Comment