
Perspectives in Social Science
Volume 10 October 2012
Perspectives in Social Science
প্রবীণের পঞ্চ-ইন্দ্রিয়: একটি জরাবৈজ্ঞানিক অনুসন্ধান
Perspectives in Social Science
Volume 10 October 2012
DOI:
ISSN :
সারসংক্ষেপ
বয়োবৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ায় বার্ধক্যে পঞ্চ ইন্দ্রিয় যেমন- চোখ, কান, জিভ, নাক ও ত্বকের সংবেদনশীলতা কম-বেশি হ্রাস পায়। বর্তমান প্রবন্ধে আমরা প্রবীণের পঞ্চ ইন্দ্রিয়ের সংবেদনশীলতা হ্রাসের সমাজ-মনস্তাত্ত্বিক প্রভাব নিরুপণ করার চেষ্টা করেছি। পঞ্চ-ইন্দ্রিয়ের সংবেদনশীলতা ও কর্মদক্ষতা হ্রাস পেলে প্রবীণরা তা কিভাবে গ্রহণ করেন, কিভাবে খাপ খাইয়ে নেন, জীবন-যাত্রায় কি পরিবর্তন আসে এবং প্রবীণের সেবাদানকারীদের কি করণীয় তার উপর আলোকপাত করা হয়েছে। পরিশেষে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রবীণ ব্যক্তি ও তাকে সেবাদানকরীরা যদি একটু সচেতন ও উদ্যোগী হন তবে বার্ধক্যে প্রবীণ জীবন হতে পারে অধিকতর সহজ ও অর্থবহ।