প্রবন্ধাবলি, খণ্ড ৩ আগষ্ট ১৯৯২

প্রবন্ধাবলি, খণ্ড: ৩ আগষ্ট ১৯৯২

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

পূর্ব বাংলার কৃষক বিদ্রোহ ও বিদ্রোহ বিরোধিতা, ১৯৪৭-৫০ : রাষ্ট্রের স্বরূপ

  • আহমেদ কামাল
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ৩ আগষ্ট ১৯৯২
DOI:
ISSN:

  • Page No : 13-39

সারসংক্ষেপ

১৯৪৭ সালের আগস্ট মাসে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে রাজনৈতিক মুক্তি লাভের ফলে পূর্ব বাংলার কৃষকরা ভূমি ও খাজনা প্রশ্ন সমাধানের জন্য উদগ্রীব হয়ে ওঠে যা পরিণতিতে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের রূপলাভ করে। এই বিদ্রোহগুলি নানকর, টংক, নাচোল বিদ্রোহ নামে পরিচিত। তৎকালীন কম্যুনিষ্ট নেতৃত্বের সাহায্যে কৃষকরা ভূমি ও খাজনা প্রশ্নের একটি দ্রুত সমাধান চায়। কিন্তু কৃষকদের এই প্রচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রের কার্যাবলী ও তৎপরতা ছিল ঔপনিবেশিক রাষ্ট্রের মতোই। উপরন্তু, নতুন রাষ্ট্রের আমলারা এই সকল বিদ্রোহ দমন করতে গিয়ে এমন সব বাগধারা ও ভাষা ব্যবহার করে যা কিনা জাতিকে বিভক্ত করতেই সহায়তা করেছিল। মূলত এই নিবন্ধে যে বিষয়টি বিশেষভাবে দেখানোর চেষ্টা হয়েছে সেটি হচ্ছে কৃষক বিদ্রোহ দমনে মুসলিম লীগ নেতৃত্ব কিভাবে আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সেই আমলা-নির্ভরশীল রাষ্ট্রের স্বরূপ সম্বন্ধে কিরূপ ধারণা লাভ করা যায়।

মূল শব্দ:


Leave a Comment