প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
পাশ্চাত্যের পুঁজিবাদী সমাজে গণমাধ্যমের ভাবাদর্শগত ভূমিকাঃ এন্তোনিও গ্রামশির 'হেজিমনি' প্রত্যয়ের প্রেক্ষাপটে একটি পর্যালোচনা
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৫ ডিসেম্বর ২০০৪
DOI:
ISSN:
সারসংক্ষেপ
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্ক্সবাদের সৃজনশীল বিকাশে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য, তিনি হলেন ইতালীর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এন্টোনিও গ্রামশি (১৮৯১-১৯৩৭)। তিনি একাধারে দার্শনিক, রাজনীতিবিদ, ফ্যাসিবাদ বিরোধী ও মার্ক্সবাদী তত্ত্ববিদ। "We must prevent this brain from functioning for twenty years." -মুসোলিনীর ফ্যাসিবাদী সরকারের কৌসুলীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইতালীয় আদালত তাঁকে বিশ বছরের কারাদন্ড প্রদান করে। কিন্তু জেলে ঢুকিয়েও তাঁর চিন্তাশক্তিকে আটকিয়ে রাখা সম্ভব হয়নি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও অন্তদৃষ্টি প্রয়োগের মাধ্যমে মার্ক্সবাদ, আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন, লেনিনবাদ, বিশেষ করে ইতালীতে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়াবলীর উপর তিনি ২,৮৪৮ পৃষ্ঠার নোট লিখেছিলেন। পরবর্তীতে এগুলো নিয়ে "The Prison Notebooks", নামে একটি বই প্রকাশিত হয়। উৎপাদন ব্যবস্থায় পুঁজিবাদের অর্থনৈতিক সংকট-এর পতনকে অনিবার্য করে তুলবে- মার্ক্সবাদের এই অতিসরলীকৃত ভাষ্য এখন অনেকটা অস্পষ্ট হয়ে এসেছে। পুঁজিবাদ টিকে আছে সমাজের উপরিকাঠামোর আধিপত্যবাদকে সংহত করে, মানুষের মেধা, মনন ও সংস্কৃতিকে দখলে রেখে। পুঁজিবাদ তার এই উদ্দেশ্যে সাধনে অত্যন্ত সাফল্যের সাথে গণমাধ্যমকে ব্যবহার করেছে। ফলশ্রুতিতে, পুঁজিবাদে কেবল আধুনিকীকরণ হয়নি, সেই সাথে এটি বিশ্বব্যাপী ভোগসর্বস্ব অপসংস্কৃতি গড়ে তুলতে সফল হয়েছে। যা মতাদর্শ, শ্রেণী-চেতনা, শ্রেণী- অবস্থানসহ বিভিন্ন প্রশ্নসমূহকে গুরুত্বহীন ও অপ্রয়োজনীয় বলে প্রচার করছে! তাই আলোচ্য প্রবন্ধ সমাজে গণমাধ্যমে 'হেজিমনিক' ভূমিকার স্বরূপ উন্মোচনে একটি প্রয়াসমাত্র। ১৯ শে ডিসেম্বর, ২০০০ সালে প্রকাশিত 'Wall Street Journal' এর সম্পাদকীয় পাতায় কলামিস্ট George Melloan প্রায় ৬০ বছরের পুরোনো এন্তোনিও গ্রামশির ভাবধারাকে প্রসঙ্গক্রমে তুলে এনেছেন। তিনি Hudson