
প্রবন্ধাবলি, খণ্ড: ৮ জুলাই ২০১৬
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
নৈতিক শিক্ষা: প্রসঙ্গ রামায়ণ চ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৮ জুলাই ২০১৬
DOI:
ISSN:
সারসংক্ষেপ
নীতি বানৈতিক শিক্ষামানুষের জন্য একটি অপরিহার্য বিষয়। মনুষ্যপ্রজাতি ছাড়া অন্য কোনো জী- বপ্রজাতির নৈতিক শিক্ষার প্রয়োজন নেই। নৈতিক শিক্ষার অধ্যয়ন ও অনুশীলন সমগ্র জীবনব্যাপী একটা সাধনা। বর্তমান সামাজিক অবস্থার প্রেক্ষাপটে নৈতিক শিক্ষার অধিক চর্চা হওয়া প্রয়োজন সুপ্রাচীন কাল থেকে সংস্কৃত সাহিত্যে নৈতিক শিক্ষার গুরুত্ব প্রদান করা হয়েছে। এ দৃষ্টিকোণ থেকেরামায়ণ একটি অবিস্মরণীয় গ্রন্থ। ঐতিহ্য-পরম্পরায় রামায়ণকে প্রথম মানবিক কাব্য হিসেবে স্বীকৃতি কত দেওয়া হয়েছে। রামায়ণের প্রধান চরিত্র রামের মধ্যদিয়ে প্রত্যাশিত সমস্ত মানবিক গুণ, মূল্যবোধ াধ তথা নৈতিক গুণাবলির সমন্বয় সাধিত হয়েছে। রামায়ণে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অনুপম দৃষ্টান্ত পাওয়া যায়। এই নৈতিক শিক্ষায় কেবল মানুষ নয়, প্রকৃতি প্রবৃ ও জীবকুলের প্রতি আচরণের কথাও বলা হয়েছে। নাতিদীর্ঘ বর্তমান এই প্রবন্ধে রামায়ণে। বিধৃত নৈতিক শিক্ষার বিভিন্ন দিক পর্যালোচিত হয়েছে।