
প্রবন্ধাবলি, খণ্ড: ১১ জুলাই ২০১৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
নৃবিজ্ঞান ও মার্কসবাদ: একটি অন্বেষণ
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ১১ জুলাই ২০১৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
এ প্রবন্ধটিতে সংক্ষেপে নৃবিজ্ঞানের সাথে মার্কসবাদের সংযুক্তিকে পুনঃনিরীক্ষণ করা হয়েছে। উনিশশো ষাটের দশকে মাকর্সবাদ নৃবিজ্ঞানে অনুপ্রবেশ করে; সত্তরের দশকে এটি নানা ধারা-উপধারায় বিকশিত হয়। মার্কসবাদের সাথে নৃবিজ্ঞানের সম্পৃক্ততা ফ্রান্সে কাঠামোগত মার্কসাবাদের জন্ম দেয়। মার্কিন নৃবিজ্ঞানে এটি বস্তুবাদী ও নব্যমার্কসবাদী- এই দু' ধরনের মতবাদগোষ্ঠী তৈরি করে। বৃটিশ নৃবিজ্ঞানেও ক্রিয়াবাদী মতবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কসবাদের আবির্ভাব ঘটে। শুরুতে বিষয়টি উন্মাদনা সৃষ্টি করলেও আশির দশকের পর থেকে এটি স্তিমিত হয়ে পড়ে। এখানে নৃবিজ্ঞানের সাথে মার্কসবাদের সম্পর্কের পটভূমি ও তার ফলকে পর্যালোচনা করা হয়েছে।
মূল শব্দ:
মার্কসবাদ, উৎপাদন পদ্ধতি, বস্তুবাদ,নব্যমার্কসবাদ, সাংস্কৃতিক পরিবেশবাদ, সাংস্কৃতিক বস্তুবাদ, সাংস্কৃতিক মার্কসবাদ, রাজনৈতিক অর্থনীতি ও কাঠামোগত মার্কসবাদ।