Volume 4 April 1992

Perspectives in Social Science

Volume 4 April 1992

Perspectives in Social Science

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্ৰে উপস্থাপন ও প্রকাশনার উদ্দেশ্যে প্রস্তাবিত প্রবন্ধের জন্য কতিপয় সাধারণ নীতি

  • কেন্দ্রে উপস্থাপিতব্য প্রবন্ধ double space-এ টাইপ করা হতে হবে।
  • Notes-references বা তথ্য নির্দেশ প্রবন্ধের শেষভাগে দিতে হবে।
  • প্রবন্ধে উপস্থাপিতব্য বিষয় সম্পর্কে সমকালীন লেখালেখির মূল্যায়ন পর্যালোচনা সহকারে প্রাবন্ধিকের নিজস্ব বক্তব্য ও যুক্তি একটি ধারণাগত কাঠামোর ভিত্তিতে আলোচিত হতে হবে।
  • প্রবন্ধের সঙ্গে একটি সার-সংক্ষেপ (Abstract) সংযোজিত হতে কেন্দ্রে উপস্থাপিত প্রবন্ধ প্রকশনার পূর্বে বিশেষজ্ঞ পর্যালোচকদের মতামত অনুযায়ী সংশোধিত হওয়া বাঞ্ছনীয়।
  • সামাজিক বিজ্ঞান গবেষণাকর্মের রীতি ও ঐতিহ্য অনুযায়ী প্রবন্ধের বিশ্লেষণী ধারা, উপসংহার ও সুপারিশ নীতি-প্ৰাসংগিক (policy relevant) হওয়া বাঞ্ছনীয়।

 

 

কেন্দ্রে বাংলা/ইংরেজীতে প্রবন্ধ উপস্থাপনের জন্য ৫০০.০০ (পাঁচশত) টাকা সম্মানী দেওয়া হয়।

Leave a Comment