Cover (1)

প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবন্ধাবলি

উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলাম: অর্থনৈতিক ও রাজনৈতিক

  • এম. এম. আকাশ
  • Authors Email:
  • Date of submission :
  • Date of Acceptance :

প্রবন্ধাবলি

প্রবন্ধাবলি, খণ্ড: ২ জুলাই, ১৯৮৯
DOI:
ISSN:

  • Page No : 109-135

সারসংক্ষেপ

ইসলামের মৌলিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবনতাগুলি কুরআন ও সুন্নাহ্ থেকে উৎসারিত। মুসলীমরা সাধারণভাবে এও দাবী করেন যে পবিত্র কুরআন শরীফ ও রসুলে পাকের হাদিসের সূত্রসমূহ এযাবৎকাল মোটামুটি অপরিবর্তিত ধারায় চলে আসছে। কিন্তু এটাও বাস্তব সত্য যে ইসলাম ধর্মাবলম্বীদের জীবনযাত্রা স্বতঃপরির্তনশীল। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বারা কেন্দ্রীয় রাজশক্তি তথা খিলাফৎ প্রতিষ্ঠা, সেই শক্তি কর্তৃক নতুন সাম্রাজ্য বিস্তার এবং পরবর্তীতে সেই সাম্রাজ্যের পতন ইত্যাদি সব- কিছুরই নির্দিষ্ট পরিবর্তনশীল ইতিহাস রয়েছে। সেই অর্থে দেশে দেশে, কালে কালে, ইসলামের বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। কিন্তু এসব নির্দিষ্ট ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে ইহলৌকিক মানদণ্ড ব্যবহার করে ইসলামের এই বৈচিত্র্যময় রূপকে বিচার করতে গেলে কুরআন ও সুন্নাহ্র অলংঘনীয়- তায় বিশ্বাসী ধর্মানুরাগীদের অন্তরে আঘাত লাগার আশংকা রয়েছে। তদুপরি ঐ আঘাত নির্বিরোধী ধর্মানুরাগীরা নম্রভাবে মেনে নিলেও উগ্র বা গোঁড়াপন্থীরা তা আদৌ সহজভাবে গ্রহণ করবেন না। ফলে এক্ষেত্রে নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষিতে ঐহিক মানদণ্ড প্রয়োগ করে মুক্ত আলো- চনার সুযোগ কম। বিশেষতঃ কখনো কখনো সংস্কারমুক্ত আলোচকের/ লেখকের কোন একটি সংবেদনশীল বক্তব্যকে কেন্দ্র করে লেখকের প্রাননাশ থেকে শুরু করে এমনকি দাঙ্গা হাঙ্গামারও সূত্রপাত হতে পারে। এসব আশংকা থাকার কারণে বর্তমান প্রবন্ধের লেখক এই প্রবন্ধে

মূল শব্দ:


Leave a Comment