
প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রবন্ধাবলি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
ইসলামিক্স চর্চায় জার্মান অবদান
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড: ৪ জুন ১৯৯৯
DOI:
ISSN:
সারসংক্ষেপ
ভাবতঃই উৎসুক মনে কৌতুহল জাগবে যে, ইসলামিক্স' এর সংজ্ঞা কি? এর পরিধিতে বা scope এ কি অন্তর্ভুক্ত রয়েছে? বক্ষ্যমান নিবন্ধে উক্ত দিকগুলোর উপর আলোকপাত করে এই ক্ষেত্রে পাশ্চাত্য জগতের ইতিহাসের উত্থান-পতনের দেশ জার্মানীতে ইসলামিক্স এর ব্যাপক চর্চার একটি সার্বিক পর্যালোচনার প্রয়াস করা হয়েছে। একদিকে জার্মান বরণীয় পণ্ডিত, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষকগণ ইসলামিক্স চর্চার কর্মকান্ডে জার্মানীতে ও বিশ্বের অন্যান্য দেশে নিজেদেরকে ব্যাপৃত করেছেন যুগ যুগ ধরে। অপরদিকে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে প্রাচ্য হতে প্রতিভাদীপ্ত জ্ঞানীগুনীজন জার্মানীতে গমন করে এই বিশেষ জ্ঞানের ক্ষেত্রটিতে অসাধারন ভূমিকা পালন করেছে। এই দৃষ্টিকোণ থেকে জার্মানীকে ইসলামিক্স চর্চার লীলাভূমি বলে পরিগণিত করা হয় ।