
সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্ৰ ঢাকা বিশ্ববিদ্যালয়
সামাজিক বিজ্ঞান গবেষণা পদ্ধতি ও প্রক্রিয়া
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণায় সিদ্ধান্ত প্রণয়ন কাঠামো ও বিষয় বিশ্লেষণ
সামাজিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি
DOI:
ISSN :
ভূমিকা
আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের উদ্দেশ্য হল রাষ্ট্র কখন সহযোগিতামূলক আচরণ প্রকাশ করে এবং কখন আক্রমণাত্মক মনোভাব পোষণ করে তা সঠিকভাবে উপলব্ধি করা। যেহেতু রাষ্ট্র শুধুমাত্র বিমূর্ত সত্তা এবং সিদ্ধান্ত প্রণেতাদের কার্যাবলীর মাধ্যমেই তার আচরণ প্রকাশ পায় তাই আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে তাঁদের কার্যধারা বিশ্লেষণ অত্যাবশ্যক। এদিক থেকে বিচার করলে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে সিদ্ধান্ত প্রণয়ন যে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ দিক তাই নয়, সাম্প্রতিক বছরগুলোতে তাত্ত্বিকদের বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুও বটে৷
বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের জটিলতা ও রাষ্ট্রসমূহের মাঝে ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পাবার ফলে এখন আর কোন দেশের পক্ষেই বিচ্ছিন্ন থাকা সম্ভব নয়। সব রাষ্ট্রেরই কোন না কোন প্রয়োজন মেটাতে বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। পররাষ্ট্র নীতির মাধ্যমেই এ ধরনের সম্পর্ক বজায় রাখা হয়। পররাষ্ট্র নীতি পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত প্রণেতাগণ বিশেষ ভূমিকা পালন করেন। বস্তুতঃপক্ষে সিদ্ধান্তের গুণাবলীর উপরই পররাষ্ট্র নীতির সার্থকতা অথবা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। সিদ্ধান্তের গুণাবলী আবার অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিত ও গবেষকগণ এ উপাদানগুলো অনুধাবন করতে ইচ্ছুক এবং তাঁদের সাম্প্রতিক গবেষণার অনেকটা মনোযোগ উন্নত সিদ্ধান্তের শর্তাবলী উন্মোচনের দিকেই নির্বিষ্ট করেছেন। যদিও তাঁদের মূল লক্ষ্য এতদসম্পর্কিত তত্ত্ব উদ্ভাবন করা, তবুও যতদিন পর্যন্ত এটা সমাধা করা সম্ভব না হয় তাঁরা নিশ্চেষ্ট হয়ে বসে নেই। ইতিমধ্যেই তাঁরা সিদ্ধান্ত প্রণয়নের অনেক মডেল তৈরী করেছেন। বর্তমান নিবন্ধের উদ্দেশ্য হল এ সকল মডেল সম্বলিত সিদ্ধান্ত প্রণয়নের কাঠামো সম্পর্কে ধারণা দেয়া। একই সাথে সিদ্ধান্ত প্রণয়ন, বিশেষতঃ সংকটকালীন সিদ্ধান্ত প্রণয়ন, কিভাবে হয় তা'